শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষদিনে গতকাল শনিবার ১৯১ টি মনোনয়ন জমা পড়েছে।
গতকাল শনিবার রাত সোয়া ১০টায় শাকসু নির্বাচনের মুখপাত্র অধ্যাপক নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন মনোনয়ন জমাদানের শেষ সময় পর্যন্ত হল ও কেন্দ্রীয় সংসদ মিলিয়ে ১৯১ টি মনোনয়ন জমা পড়েছে। তার মধ্যে কেন্দ্রীয় সংসদে ১০৬টি এবং ছয়টি হল মিলিয়ে হল সংসদে ৮৫টি মনোনয়নপত্র জমা পড়েছে।তিনি আরো বলেন, “ঘোষিত পুনঃতফসিল অনুযায়ী, আজ ৭ ডিসেম্বরে শাকসু ও হল সংসদের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থীদের তালিকা শাকসুর অফিসিয়াল ওয়েবসাইটে এবং প্রতিটি হলের নোটিশ বোর্ডে দেখা যাবে।
মন্তব্য করুন