সিলেটের বেসরকারি বিদ্যাপীঠ স্কলার্সহোমের শাহী ঈদগাহ ক্যাম্পাসে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়ালের মৃত্যুকে কেন্দ্র করে রোববার (২১ সেপ্টেম্বর) সকালে শিক্ষার্থী-অভিভাবকরা বিক্ষোভ করেন।
উপাধ্যক্ষ হোসেন চৌধুরীর অপসারণসহ ৫ দফা দাবি জানায় তারা। পরে কর্তৃপক্ষ সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা পর্যন্ত সময় নিয়ে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করা হয়।
গত বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আজমানের মরদেহ নিজ বাসা থেকে উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলা হলেও পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—
উপাধ্যক্ষ হোসেন চৌধুরী ও শ্রেণিশিক্ষক শামীম হোসেনকে অপসারণ
কোন শিক্ষার্থীকে হেনস্থা না করা
পরীক্ষার রুটিন তৈরিতে শিক্ষার্থীদের মতামত নেওয়া
অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল মুনীর আহমেদ কাদেরী (অব.) বলেন, “শিক্ষার্থীরা কিছু দাবি দিয়েছে। গুরুত্বসহকারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য করুন