স্টাফ রিপোর্টার ::
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) মোটরসাইকেল চালক ও সহযাত্রীদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার মোটরসাইকেল আরোহীদের ওপর কড়াকড়ি আরোপ করা হচ্ছে।
এসএমপি জানিয়েছে, হেলমেট ছাড়া চলাচল বা দুইয়ের অধিক আরোহী বহন করলে প্রথমবার ৩ হাজার টাকা এবং দ্বিতীয়বার ৬ হাজার টাকা জরিমানা করা হবে। একইসঙ্গে কারাদণ্ডের বিধানও রয়েছে।
বুধবার (তারিখ উল্লেখযোগ্য হলে বসানো যাবে) এসএমপির সরকারি ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় বলা হয়,
> “সড়ক পরিবহণ আইন, ২০১৮-এর ৪৯(১)(চ) ধারা মোতাবেক চালক ব্যতীত একজনের অধিক সহযাত্রী বহন করা যাবে না এবং চালক ও সহযাত্রী উভয়কে যথাযথভাবে হেলমেট ব্যবহার করতে হবে। এ বিধান প্রথমবার লঙ্ঘনের জন্য জরিমানা ৩ হাজার টাকা এবং দ্বিতীয়বার লঙ্ঘন করলে জরিমানা ৬ হাজার টাকা।”
ঘোষণায় আরও বলা হয়,
আগামী এক সপ্তাহের মধ্যে সিলেট মহানগর এলাকায় চলাচলকারী সকল মোটরসাইকেল আরোহী ও সহযাত্রীকে হেলমেট ব্যবহার করতে অনুরোধ করা হলো। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এর আগে এসএমপি ব্যাটারিচালিত রিকশা ও সিএনজি অটোরিকশার চলাচলে শৃঙ্খলা আনতে অভিযান পরিচালনা করেছিল। এবার মোটরসাইকেল আরোহীদের ক্ষেত্রেও একই কড়াকড়ি আরোপের ঘোষণা দিয়েছে সংস্থাটি।
মন্তব্য করুন