নিজস্ব প্রতিবেদক ::
সিলেটে অনলাইনে জুয়া খেলার সময় পাঁচজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন— কোতোয়ালী থানাধীন শাহী ঈদগাহ এলাকার মৃত ইয়াছিন আলীর ছেলে মো. মজিবুর রহমান (৫০), ছড়ারপাড়ের আরব আলীর ছেলে শাহীন আহমদ (২৭), মাছিমপুরের ছিদ্দিক মিয়ার ছেলে আবু বক্কার (২৪), বিলপাড়ের মৃত আব্দুল খালিকের ছেলে মোস্তাক আহম্মদ (৪০) এবং জৈন্তাপুর উপজেলার আমির আলীর স্ত্রী মোছা. নারগিস আক্তার (৪০)।
পুলিশ জানায়, সোমবার বিকেলে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার একটি দল সোবহানীঘাট সবজি বাজারের পিছনে প্রকাশ্য স্থানে অভিযান চালিয়ে অনলাইনে জুয়া খেলার সময় তাদের আটক করে।
অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।”
মন্তব্য করুন