সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর লুটপাট মামলায় গ্রেপ্তার বিএনপির সাবেক নেতা সাহাব উদ্দিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার (২১ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৭ শুনানি শেষে এ আদেশ দেন। পুলিশের পক্ষ থেকে ৫ দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
৫৪ বছর বয়সী সাহাব উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি। র্যাব-৯ গত ১৩ সেপ্টেম্বর রাতে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ ও কোতোয়ালি থানায় সাতটি মামলা রয়েছে।
মন্তব্য করুন