নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ::
সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে পূর্বের নিয়মিত মামলার একজন আসামী ও সিআর ওয়ারেন্টভুক্ত আরও একজন আসামীসহ মোট দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ৪ অক্টোবর (শনিবার) ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান মহোদয়ের দিক নির্দেশনায় এসআই মোফাখখারুল ইসলাম, এএসআই তোহা এবং সঙ্গীয় ফোর্স থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে বিদ্যুৎ সিআর-১৩১/২৫ (ছাতক) মামলার আসামী কবির মিয়া (পিতা-সমসু মিয়া, সাং-রাজগাঁও, পোঃ ছাতক) এবং ছাতক থানার মামলা নং-০২(১০)২৫ এর আসামী আব্দুর রহমান শুভ (পিতা-আব্দুল মতিন, সাং-তকিপুর, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুই আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান।
মন্তব্য করুন