টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

ম্যাচ হেরে লিটনের যত অজুহাত

ডান হাত, বাম হাত আর অজুহাত। বাংলাদেশ ক্রিকেট দলের ক্ষেত্রে প্রথম দুটি সেই অর্থে না চললেও তৃতীয়টি চলে বেশ সাবলীলভাবেই। আর ফলাফল ম্যাচশেষে মাথা নিচু করে মাঠছাড়া। আর দর্শকদের হাসি ও সমালোচনার খোরাক হওয়া- এই কদিনে এটাই যেন বাংলাদেশ ক্রিকেটের প্রতিচ্ছবি। আর ম্যাচশেষের প্রতিক্রিয়ায় সেই মুখস্থ বুলি- আমাদের উন্নতি করতে হবে। অধিনায়ক লিটন দাস এর বেশি আর কিইবা বলবেন। পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে কোনোরকম প্রতিদ্বন্দ্বিতা না করতে পেরে তিনিও অজুহাতের ডালা খুলে বসেছেন।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারার পর পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলতে নেমে ছন্নছাড়া বোলিংয়ে নাস্তানাবুদ হতে হয়েছে বাংলাদেশকে। পাকিস্তানের দেওয়া ২০২ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশকে কখনোই মনে হয়নি তারা ম্যাচটি জিততে পারে বা জয়ের জন্য খেলছে। বরং মোটা দাগে ক্রিকেটারদের শরীরী ভাষা ছিল হারের ব্যবধান কমানোর। যেন কোনো বৈশ্বিক টুর্নামেন্ট খেলছে, সেখানে নেট রান রেটের হিসাব আসবে। তাই হারার আগে ধরে খেলে হারের ব্যবধান কমিয়ে নেওয়াটাই যথার্থ।শেষ রক্ষা হয়নি তাতেও। অলআউট হওয়া ঠেকানো যায়নি। হারের ব্যবধানটাও কমানো যায়নি সেই অর্থে। বাংলাদেশ ১৬৪ রানে অলআউট হয়ে হেরেছে ৩৭ রানের বড় ব্যবধানে। আর ম্যাচশেষে লিটন সামনে এনেছেন সেই চেনা যত অজুহাত। 

ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘হ্যাঁ অবশ্যই পুরো ম্যাচেই বোলিং-ব্যাটিং-ফিল্ডিং ভালো করিনি আমরা। আমাদের ভালোভাবে কামব্যাক করতে হবে, দুই ম্যাচ বাকি আছে। অবশ্যই ধারাবাহিকতা লাগবে।’ 

উন্নতির গল্প শুনিয়ে লিটন বলেন, ‘শুধু ব্যাটিং, বোলিং নয়, ফিল্ডিংও ভালো করতে হবে। এখন আমরা ভালো ফিল্ডিং করছি না। ২০০ চেজ করার মতো ছিল এই মাঠে। অনেক দ্রুতগতির মাঠ। উইকেট ব্যাটিংসহায়ক ছিল। ভালো ব্যাটিং করিনি আমরা। সেখানে আমাদের কামব্যাক করতে হবে।’

তবে এত খারাপের মাঝেও জাকের আলীর ২০ বলে করা ৩৬ রানের ইনিংসের প্রশংসা করেছেন লিটন। তিনি বলেন, ‘জাকের আলী (অনিক) গত এক বছর ভালো করছে। গুরুত্বপূর্ণ প্লেয়ার সে। একজন ম্যাচ জেতাতে পারবে না। সবাইকেই অবদান রাখতে হবে। আমার মনে হয় মানসিকভাবে আমাদের চিন্তা করতে হবে। ক্রিকেট কেবল অনুশীলনের ব্যাপার নয়; মানসিক চিন্তা করে মাঠে অ্যাপ্লাই করতে হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল মাজারের ওরস হবে না অসামাজিক-অনৈসলামিক কাজ : এসএমপি

1

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

2

সুনামগঞ্জ সীমান্তে যৌথ অভিযানে ভারতীয় কাপড় জব্দ

3

সিলেটে ২০ জন করোনা আক্রান্ত রোগী

4

,ওসমানীনগরে সমন্বয়ক পরিচয়ে ভূমি অফিসে অনৈতিক তদবির, ২ মাসের

5

সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু

6

সিলেটসহ টানা ৫ দিন বৃষ্টির আভাস

7

জগন্নাথপুরে কৃষকের মুখে হাসি ফোটাল বোরো ধান কর্তন উৎসব

8

পবিত্র হজের খুতবা দিলেন ড. সালেহ আল হুমাইদ

9

ঢাকা-সিলেট মহাসড়কসহ সিলেটের দুরবস্থার দ্রুত প্রতিকার দাবি

10

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

11

দল নিষিদ্ধের বিধানসহ সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ জারি সোমবার

12

সাদাপাথর লুট নয়, হরিলুট হয়েছে- সিলেটে জনপ্রশাসন মন্ত্রণালয়ে

13

সিলেটে লন্ডন পাঠানোর নামে প্রতারণা, মামলায়: প্রধান আসামি কার

14

সিলেটে হকার ও ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযানে মাঠে নামলেন

15

এম এ হক ছিলেন বিএনপির আপোষহীন কণ্ঠস্বর: ইমদাদ হোসেন চৌধুরী

16

সেনানিবাসে আশ্রয় দেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ

17

সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির সুরমা ইউনিয়ন শাখার কর্মী সভা অন

18

শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মরণে সিলেটে সাংবাদিক সমাবেশ

19

শ্রীমঙ্গলে কোম্পানির বিষাক্ত বর্জ্যে পরিবেশ বিপর্যয়ের গ্রাম

20