পরিবেশগত শর্তভঙ্গের কারণে সিলেটের ইবনে সিনা হাসপাতালকে বড় অঙ্কের জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৭ ধারার আলোকে এ অভিযান পরিচালিত হয়।
বুধবার (১০ ডিসেম্বর) সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।অভিযানে দেখা যায়, পরিশোধিত তরল বর্জ্যের মান গ্রহণযোগ্য মানমাত্রার বাইরে পাওয়ায় অপরাধে সিলেট মহানগরীর সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডকে ৪৩ হাজার ৯শ’ ২০ টাকা জরিমানা করা হয়েছে। সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার বলেন, ‘পরিবেশগত ছাড়পত্র ও শর্ত না মেনে কোনো প্রতিষ্ঠানই কার্যক্রম চালাতে পারে না। পরিবেশ দূষণ রোধে আমরা শূন্য সহনশীল নীতি গ্রহণ করেছি। যে প্রতিষ্ঠানই আইন ভঙ্গ করবে, তাকে জরিমানা ও প্রয়োজনীয় সব আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশ রক্ষার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।’ তিনি আরও বলেন, ‘যাদেরকে জরিমানা করা হয়েছে তারা আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মন্তব্য করুন