স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় অভিযান চালিয়ে ২৭ রাউন্ড শটগানের কার্তুজসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে মেন্দিবাগস্থ গার্ডেন টাওয়ারের ৮ম তলার একটি ফ্ল্যাটে এ অভিযান পরিচালিত হয়। এসময় ১৬ রাউন্ড লিডবল কার্তুজ ও ১০ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার বেতকুঁড়ি গ্রামের মোঃ আব্দুল বারেকের পুত্র ও বর্তমানে নগরীর শাহজালাল উপশহরে বসবাসরত মো. এনামুল হক (৩৫) এবং সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার হায়দরপুর গ্রামের মৃত আমান উল্লাহর পুত্র ও বর্তমানে মেন্দিবাগ গার্ডেন টাওয়ারে বসবাসরত বোরহান উদ্দিন (৩৫)।
বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন