মো:আল আমিন মধ্যনগর সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ দুইজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মনিবুর রহমানের দিক নির্দেশনায় এসআই (নি:) মো. ইউছুব আলী ও সঙ্গীয় ফোর্স সোমবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের বংশীকুন্ডা বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন—
১️⃣ মো. রকিবুল ইসলাম কালু (২২), পিতা মো. আবু তাহের মোল্লা, মাতা মোছা. পেয়ারা খাতুন
২️⃣ আহছান হাবিব ওরফে লাদেন (২৫), পিতা মো. জামাল মিয়া, মাতা মোছা. ময়না বেগম
—উভয়েই দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারের পর আসামিদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরদিন (১৫ অক্টোবর) দুপুরে ধর্মপাশা উপজেলার বড়ইহাটি গ্রামের মো. জালাল মিয়ার বাড়ির বারান্দা থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর রাত ২টা থেকে সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে কোনো একসময় মোটরসাইকেলটি চুরি হয় বলে জানা গেছে।
পরে মধ্যনগর থানায় মামলা নং-০৪/৭০, তারিখ: ১৫/১০/২৫, ধারা ৪৫৭/৩৮০ অনুযায়ী আসামিদের গ্রেফতার দেখানো হয়।
এরপর তাদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন