সহজ ব্যাংকিং সেবা এখন নাগরিকদের দোরগোড়ায় — প্রাইম ব্যাংকের নতুন উদ্যোগ
নিজস্ব প্রতিনিধি :::
সিলেট সিটি করপোরেশনের ৩৬নং ওয়ার্ডের বালুচর এলাকায় প্রাইম ব্যাংকের নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় বালুচর ২ নং মসজিদ সংলগ্ন স্থানে এই আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রম শুরু হয়। দোয়া পরিচালনা করেন বালুচর ২ নং মসজিদের ইমাম মুফতি জাকারিয়া মাহমুদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের রিজিওনাল হেড জনাব মোহাম্মাদ হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবিদবাজার শাখার প্রধান মিসবাহ আহমেদ, ব্যাংকের হেড অফিস থেকে আগত কর্মকর্তা এইচ এম শাহজালাল, এবং এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মঈন উদ্দিন জনি।
নতুন আউটলেটের প্রোপাইটর মোঃ নুরুল আফসার বলেন,
প্রাইম ব্যাংকের এই এজেন্ট আউটলেটের মাধ্যমে এখন এলাকার মানুষ খুব সহজে ব্যাংকিং সেবা নিতে পারবে। এটি স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে ব্যাংকের এ নতুন উদ্যোগকে স্বাগত জানান।
প্রাইম ব্যাংকের কর্মকর্তারা জানান, নতুন এজেন্ট আউটলেটের মাধ্যমে এখন বালুচর ও আশপাশের বাসিন্দারা হিসাব খোলা, টাকা জমা ও উত্তোলন, রেমিট্যান্স গ্রহণ, বিল পরিশোধসহ সব ধরনের মৌলিক ব্যাংকিং সেবা সহজেই নিতে পারবেন।
মন্তব্য করুন