নতুন ট্রেন চালু, ডাবল লাইন ও রেলসেবার মানোন্নয়নের দাবি নাগরিকদের
নিজস্ব প্রতিবেদক:
সিলেট-ঢাকা রেলপথকে ডাবল করা, নতুন ট্রেন চালু এবং রেলসেবার মান উন্নয়নের দাবিতে প্রতীকী “রেললাইনে ১০ মিনিট শোয়া” কর্মসূচি পালন করেছেন বিভিন্ন নাগরিক সংগঠনের সদস্যরা।
বুধবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা রেলগেট এলাকায় সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা এবং সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে এই কর্মসূচি ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম এবং সিলেট-কক্সবাজার রেলপথে বিরতিহীন নতুন ট্রেন চালু করতে হবে। পাশাপাশি রেলপথকে ডাবল লাইনে উন্নীতকরণ, ট্রেনের মানোন্নয়ন, সিলেট-ছাতক রুটে পুনরায় ট্রেন চালু, যাত্রীদের চাহিদা অনুযায়ী ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন এবং সিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন ব্যবহারের বিষয়টি বাস্তবায়ন করতে হবে।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর একই দাবিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও ২৩ জন উপদেষ্টার নিকট (জেলা প্রশাসক, সিলেটের মাধ্যমে) একটি স্মারকলিপি প্রদান করা হয়।
শোয়া কর্মসূচিতে বক্তব্য রাখেন—
সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের, সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম শিহাব, এবং সিকস’র উপদেষ্টা রাধিকা রঞ্জন পাল ছাবুল প্রমুখ।
মন্তব্য করুন