নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ :
সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়নের চৌকা পয়েন্ট বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
১০ অক্টোবর) বিকালে দক্ষিন খুরমা ইউনিয়নের চৌকা পয়েন্ট, দক্ষিন খুরমা ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি,আজিজুর রহমানের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক থানার অফিসার ইনচার্জ, শফিকুল ইসলাম খান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত), রঞ্জন কুমার ঘোষ,সহ
সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,জাহাঙ্গীর আলম, সাবেক যুগ্ম আহবায়ক, সাবেক যুগ্ম আহবায়ক, ছাতক উপজেলা যুবদল ও বর্তমানে ৮নং দক্ষিন খুরমা ইউনিয়ন বিএনপির আহবায়ক, হীরা মিয়া, সভাপতি, ৮নং দক্ষিন খুরমা ইউনিয়ন বিএনপি, হাফিজ আনসার উদ্দিন, চৌকা পয়েন্ট জামে মসজিদের ইমাম, পলি দে, ৮নং দক্ষিন খুরমা ইউপির সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সহ প্রমূখ।
সমাবেশে বক্তারা বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা আহবান করেন। বিট এলাকায় চুরি, ডাকাতি, গরু চুরি, মাদক, চোরাচালান, নারী নির্যাতন, বাল্য বিবাহ ইত্যাদি রোধকল্পে সর্বস্তরের জনগনের সহযোগীতা কামনা করেন। এ সময় এলাকাবাসী থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খান-কে অভিনন্দন জানান এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়াও দক্ষিন খুরমা ইউপি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন