গোলাপগঞ্জ প্রতিনিধি ::
গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা দুটি হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি হেলাল আহমদ (৫৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত হেলাল আহমদ সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন ভাদেশ্বর ইউনিয়নের ভাদেশ্বর (মাইজবাগ) এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুছ ছত্তার কুটু মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৫ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার একটি দল ভাদেশ্বর মাইজবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত সহিংস ঘটনার ঘটনায় দায়ের করা দুটি হত্যা মামলাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, এ মামলাগুলোর সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন