স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা সোনালী অতীত যুক্তরাজ্য কর্তৃক আয়োজিত এক স্মরণসভা সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কবি আব্দুল মুকিত মুক্তার এবং অনুষ্ঠান পরিচালনা করেন মির্জা জুয়েল আমিন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মতিউর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন স্বনামধন্য ফুটবলার জুবায়ের আহমদ হামজা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রুয় ডনের মেয়র মোঃ ইসলাম আক্তার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটের সাবেক স্পিকার মোঃ আহবাব হোসেন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি ওয়াহিদ সিরাজী।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবু বক্কর, আব্দুল কাইয়ুম পঙ্কি তালুকদার, ফখর উদ্দিন চৌধুরী, আতাউর রহমান চৌধুরী, শামীম আহমদ তালুকদার, আঙ্গুর আলী, চন্দন মিয়া, সৈয়দ আশফাক আহমদ, বাবুল আহমদ, শামসুল ইসলাম শামীম, জান্নাতুল ইসলাম বাবুল, আমিনুল ইসলাম, মমিনুল ইসলাম, দবীর আহমদ, সুমন চৌধুরী, আব্দুল কাদির, আব্দুস সাত্তার, মুরাদ আহমদ, ছালিম হোসেন, শামীম আহমদ, কবির মিয়া, মোঃ এমদাদ, লিমন জামাল ও আবু শহীদ ভুলন।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয় এবং মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। স্বনামধন্য ফুটবলার জুবায়ের আহমদ হামজাকে আহ্বায়ক ও ফুটবলার আতাউর রহমান চৌধুরীকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। যুগ্ম আহ্বায়ক ও সদস্যদের নাম পরবর্তীতে জানানো হবে।
মন্তব্য করুন