কোম্পানীগঞ্জ প্রতিনিধি ::
সিলেটের কোম্পানীগঞ্জে যাত্রীবাহী বাস থেকে এক নারীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার থানা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত নারী হলেন— উপজেলার নোয়াগাঁওয়ের বদুমারা গ্রামের মৃত ছিদ্দিক আলীর স্ত্রী হালিমা বেগম (৫০)।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, কোম্পানীগঞ্জ থেকে ঢাকাগামী মাহিন পরিবহন থেকে ওই নারীকে আটক করা হয়। রবিবার (২৮ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে।
মন্তব্য করুন