মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রামে পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে দিলু মিয়া ও ছৈয়দুর রহমান পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।
ইটপাটকেল নিক্ষেপ ও হাতাহাতির ঘটনায় এখলাছ মিয়া (৩০), সিদ্দিকুর রহমান (২৭), হাবিবুর রহমান (৩৫), সিন্ধুর মালা (৭০), ছৈয়দুর রহমান (৩৭)সহ উভয় পক্ষের মোট সাতজন আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র।
মন্তব্য করুন