স্টাফ রিপোর্টার:
সিলেটের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোমের শাহী ঈদগাহ ক্যাম্পাসের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়ালের (১৯) মৃত্যুকে কেন্দ্র করে আন্দোলনের মুখে প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ আশরাফ হোসেন চৌধুরী পদত্যাগ করেছেন। একইসঙ্গে শিক্ষার্থীদের উত্থাপিত পাঁচ দফা দাবি বাস্তবায়নের লিখিত আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে আজমানের সহপাঠী, অভিভাবক ও সাবেক শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। দিনভর উত্তপ্ত পরিস্থিতির পর রাতে প্রশাসন শিক্ষার্থীদের দাবির প্রতি নতি স্বীকার করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আজমানের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষক শামিম হোসেন ও সিনিয়র শিক্ষক মিস তাইবাকে অপসারণ করা হবে। শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি ধাপে ধাপে কার্যকর করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
অভিভাবকরা অভিযোগ করেন, প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে অনিয়ম, শিক্ষকদের খারাপ আচরণ, সঠিক কাউন্সেলিংয়ের অভাব এবং শাস্তিমূলক ছাড়পত্র নীতি শিক্ষার্থীদের মানসিকভাবে বিপর্যস্ত করছে। এসব কারণেই আজমান আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে তাদের অভিযোগ।
উল্লেখ্য, গত বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আজমানের মরদেহ নিজ বাসা থেকে উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন