টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, সিলেটে যাত্রাবিরতি

 (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৬ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে পরিবার নিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বর্তমানে তাকে বহনকারী বিমানটি যাত্রা বিরতীতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমাবন্দরে রয়েছে। দেশের মাঠিতে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি প্রথমে অবতরণ করে তার শ্বশুড়বাড়ির এলাকা সিলেটে।এরআগে বুধবার রাতেই যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায়) লন্ডনের ঢাকার উদ্দেশে রওনা হন তারেক রহমান।


 

নিরাপত্তার স্বার্থে তারেক রহমান বিমান থেকে না নামলেও তার আগমণ ঘিরে সিলেটে উৎসব বইছে। তাকে এক নজর দেখার জন্য অনেকেই বিমান বন্দরে ভিড় জমাবেন। তবে বিমাবন্দরে জমোয়েত না হওয়ার জন্যে ইতোমধ্যে দলের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে তারেক রহমানের সঙ্গে দেশে ফিরবেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিষ্টার জাইমা রহমান।জানা যায়, বুধবার (২৪ ডিসেম্বর) লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায়) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান। ইতিমধ্যেই সেটি সিলেটে অবতরণ করেছে। সেখানে ঘণ্টাখানেক যাত্রাবিরতির পর বৃহস্পতিবার দুপুর ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ২০২ ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

তারেক রহমান ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেফতার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এর পর থেকে তিনি সে দেশেই ছিলেন।এদিকে সিলেট বিমানবন্দরে তারেক রহমানের যাত্রা বিরতিকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর থেকে সড়কসহ আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সাথে সড়কে সন্দেহজনক যানবাহন তল্লাশি করতেও দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে।

 

সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ৯টা ৫৬ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি ওসমানী বিমানবন্দরে অবতরণ করে।  বিমানের ফ্লাইট থেকে তারেক রহমান ওসমানী বিমানবন্দরে না নামলেও এ বিষয়ে তাদের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। কোনও লেয়ার থেকেই কেউ ভেতরে ঢুকতে পারবে না।

 

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, লন্ডন থেকে প্রথমে সিলেটে আসলেও নিরাপত্তার স্বার্থে বিমান থেকে নামবেন না তারেক রহমান। দলীয় নেতাকর্মীদেরও সিলেট বিমানবন্দর এলাকায় যেতে মানা করা হয়েছে। যাত্রাবিরতির কারণে সিলেট ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

 

এ প্রসঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভোর থেকে বিমানবন্দর এলাকায় গোয়েন্দা নজরদারী জোরদার করা হয়েছে। সেই সাথে মাঠে রয়েছে সাদা পোশাকের পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলাবহিনীর বিভিন্ন ইউনিট। তাছাড়া বিমানবন্দর এলাকায় কোন লোকসমাগমও করতে দেয়া হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে গাজায় প্রবেশ করছে ত্রাণবাহী ট্রাক

1

রাতের ভোটের দায় স্বীকার করে নূরুল হুদার জবানবন্দি

2

১৫ বছরের সাংবাদিকতা নিয়ে তদন্ত হবে: প্রেস সচিব

3

২৫ ডিসেম্বর মেয়ে জাইমাকে নিয়ে সিলেট হয়ে ঢাকায় ফিরছেন তারেক

4

শ্রীমঙ্গলে রান্না ঘরের সিলিংয়ে ঝুলছিল অজগর

5

নগরীর জলাবদ্ধতা পরিদর্শনকালে কয়েস লোদী

6

সিলেটে পৃথক অভিযানে ছাত্রলীগ–যুবলীগের চার নেতা গ্রেপ্তার

7

সিলেটের সিলগালা হোটেলে রহস্যজনক চুরি ও অগ্নিকাণ্ড

8

সিলেটে ২০ জন করোনা আক্রান্ত রোগী

9

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

10

শান্তিগঞ্জে আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম রাজার বিরুদ্ধে মানব

11

ভোক্তা অধিকারের জব্বারকে ‘মারধর’, ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে যা জা

12

কানাইঘাটে পুলিশের অভিযানে ৮০ বস্তা ভারতীয় চা-পাতা আটক

13

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

14

ছাতক হাইস্কুলের শতবর্ষী পুকুর রক্ষণাবেক্ষণের দাবি স্থানীয় ব্

15

একটি-ব্রিজ-বদলে-দিতে-পারে-গ্রামীণ-চিত্র

16

দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট ৩ জনকে কারাদণ্

17

সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্য

18

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

19

সাংবাদিক তাজিদুল ইসলামকে সিলেট রিজিয়ন হাইওয়ে পুলিশের সম্মানন

20