সিলেট নগরের করিমউল্লাহ মার্কেটসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪২২ টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় মোবাইল ফোন চুরির সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী। তিনি জানান, গ্রেপ্তারকৃত ৪ জন সিলেটে মোবাইল ফোন চোর চক্রের হোতা।
তিনি জানান, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দক্ষিণ সুরমার মোমিনখালা এলাকায় তানভীর নামে একজনের বাসায় অভিযান চালায় পুলিশ। এসময় ঘরের ভেতর থেকে ৩৮টি মোবাইল ফোন উদ্ধার করে। অভিযানের খবর পেয়ে তানভীরসহ কয়েকজন পালিয়ে যায়। পরে মো. সুজ্জাদ নামে একজনকে আটক করে। এই মোবাইল ফোনগুলি চোরাই বলে পুলিশের কাছে স্বীকার বলে জানান পুলিশ কমিশনার।
পুলিশ কমিশনার জানান, একইদিনে (বৃহস্পতিবার) ভােরে দক্ষিণ সুরমার শিববাড়ির জৈনপুরে চোরাই মোবাইল চত্রের ‘মূল হোতা’ আব্দুস শহীদের বাসায় অভিযান চালিয়ে ২০৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। এরপর নগরের বন্দরবাজার এলাকার করিমউল্লাহ মার্কেটের ৩য় তলার স্মার্ট ফোন গ্যালারিতে অভিযান চালিয়ে আরও ১৫৪ টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সবমিলিয়ে ৪২২ টি চোরাই মোবাইল ফোন উদ্ধার ও ৪ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
তিনি বলেন, সিলেটে যে পরিমাণ মোবাইল চুরি হয় সে তুলনায় উদ্ধারের পরিমাণ খুব সামান্য। তবে আমরা আমাদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছি। মোবাইল ফোন উদ্ধার কার্যক্রম বেগবান করার চেষ্টা করছি।
গ্রেপ্তারকৃত চোরক্রের হোতা আব্দুস শহীদের বিরুদ্ধে হত্যাসহ ৮টি মামলা রয়েছে বলে জানান তিনি।
মন্তব্য করুন