স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীতে চলমান ব্যাটারিচালিত রিকশা ও হকার উচ্ছেদ অভিযানে নতুন মাত্রা যোগ হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর চৌহাট্টা ও জিন্দাবাজার এলাকায় এ অভিযানে সরাসরি অংশ নেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
অভিযান চলাকালে তিনি ঘোষণা দেন, “নগরবাসীর শান্তিপূর্ণ ও নিরাপদ বসবাস নিশ্চিত করতে হলে সড়কে শৃঙ্খলা ফেরাতে হবে। হকার ও ব্যাটারিচালিত রিকশা এই দুই-ই নগরজীবনের বড় প্রতিবন্ধক।”
তিনি জানান, আগামীকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর কোর্ট পয়েন্টে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে গণআন্দোলনে নামবেন নগরবাসীকে সঙ্গে নিয়ে।
আরিফুল হক চৌধুরী আরও বলেন, “নগরীর মানুষ শান্তিপূর্ণ ও নিরাপদভাবে বসবাস করতে চায়। এ দাবির বিপরীতে যদি কোনো রাজনৈতিক বা প্রভাবশালী শক্তি কাজ করে, তবে নগরবাসী তার দাঁতভাঙা জবাব দেবে। হকার ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ না করা গেলে নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা আসবে না। নগরবাসীকে সঙ্গে নিয়ে আমরা রাস্তায় থাকব, কাউকে ছাড় দেওয়া হবে না।”
এদিকে, হকার উচ্ছেদ অভিযানকে ঘিরে নগরীতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন, আবার অনেকেই জীবিকার দিক বিবেচনা করে মানবিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন