সিলেটের কানাইঘাটে জমি দখল ও চাঁদাবাজিকে কেন্দ্র করে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। বুধবার পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ।
গ্রেফতারকৃত আব্দুল হামিদ (৫৫) কানাইঘাট উপজেলার ডাউকেরগুল এলাকার মৃত আলা উদ্দিন ওরফে আলাউর রহমানের ছেলে।
র্যাব জানায়, ভিকটিম আব্দুল হান্নান ওরফে হানাই দীর্ঘদিন ধরে জমি জবরদখল ও চাঁদা দাবির কারণে বিবাদীদের সঙ্গে বিরোধে জড়িত ছিলেন। ঘটনার দিন—৯ নভেম্বর ভোরে—হানাই নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরে তার স্ত্রী দরজা খোলার সাথে সাথেই পূর্বপরিকল্পিতভাবে অস্ত্রশস্ত্র হাতে একদল সন্ত্রাসী ঘরে ঢুকে পড়ে।
দুষ্কৃতকারীরা প্রথমে হানাইকে ঘুমন্ত অবস্থায় জাপটে ধরে রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলে। এরপর ডেগার, জিআই পাইপ ও লোহার রড় দিয়ে মাথা, ঘাড়, পা ও শরীরের বিভিন্ন স্থানে বিধ্বংসী হামলা চালানো হয়। এতে তার মাথায় ভয়াবহ রক্তাক্ত জখম ও শরীরজুড়ে হাড়ভাঙা ক্ষত সৃষ্টি হয়। হামলাকারীরা তাকে মৃত ভেবে হাত-পায়ের বাঁধন খুলে পালিয়ে যায়।
পরিবারের সদস্যরা দ্রুত কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা দায়ের করেন।
র্যাব-৯ জানায়, মঙ্গলবার রাতে আলীরগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের এই মামলার এক নম্বর আসামি আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ বলেন,
“গ্রেফতারকৃত আসামিকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।”
মন্তব্য করুন