মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর
সুনামগঞ্জের জগন্নাথপুরে হত্যা মামলার প্রধান আসামি দিলোয়ার খান ওরফে দিলদারকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। জানা যায়, শনিবার রাত প্রায় ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল মিরপুর ইউনিয়নের বড়কাপন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে জগন্নাথপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এজাহার অনুযায়ী, গ্রেপ্তারকৃত দিলোয়ার খান (৩৪), পিতা মৃত খলিল খান—স্থায়ীভাবে শান্তিগঞ্জ উপজেলার বড় মুহা গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে তিনি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে বসবাস করছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের ৬ আগস্ট জগন্নাথপুর উপজেলার ফরিদপুর গ্রামের মৃত মাহতাব মিয়া পীরের ছেলে মো. নুরমিয়া পীর বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি জগন্নাথপুর থানার এফআইআর নং ৬/৮/২০২৫ এবং জিআর নং ১৬১/২৫ হিসেবে নথিভুক্ত হয়। মামলার পর থেকেই প্রধান আসামি দিলোয়ার খান আত্মগোপনে ছিলেন।
জগন্নাথপুর থানার এসআই (নিরস্ত্র) রফিকুল ইসলাম জানান, গত ২২/১১/২৫ তারিখে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন