কাঁচির আঘাতে যুবক লুটিয়ে রক্তাক্ত!
মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর:
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার শান্তিনগর বাজারে পান ও সিগারেট না থাকাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কাঁচির আঘাতে এক যুবক গুরুতর আহত হয়ে বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে স্থানীয় হাসপাতাল পয়েন্ট এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শামছুল ইসলামের পান দোকানে এক যুবক পান ও সিগারেট চাইলে দোকানদারের স্কুল পড়ুয়া ছেলে শামিম আহমদ জানায়—দোকানে এসব নেই। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে ৪–৫ জন যুবক শামিমের ওপর হামলা চালায়।
হামলার সময় আত্মরক্ষায় শামিম কাঁচি দিয়ে আঘাত করলে গিয়াস উদ্দিন (২৯) নামের এক যুবক গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সিলেটে পাঠিয়ে দেন। এ ঘটনায় আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দোকানদার শামছুল ইসলাম অভিযোগ করে বলেন, “মাত্র ‘পান–সিগারেট নাই’ বলায় আমার ছেলেকে তারা অকারণে গালিগালাজ ও মারধর করেছে।”
শান্তিনগর বাজার তদারকি কমিটির সেক্রেটারি বিলাল আহমদ জানান, ঘটনাটি শুনে তিনি হাসপাতালে আহতকে দেখতে যান, তবে এর আগেই তাকে সিলেটে পাঠানো হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন