সিলেটের বহুল আলোচিত রায়হান হত্যা মামলার যুক্তি-তর্ক শুনানি আবারও পিছিয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) শুনানির দিন ধার্য থাকলেও ৬ আসামির মধ্যে ৫ জন আদালতে অনুপস্থিত থাকায় যুক্তি–তর্ক অনুষ্ঠিত হয়নি।
এদিন আদালতে উপস্থিত ছিলেন শুধু কারাবন্দি একমাত্র আসামি এএসআই আশেক এলাহী।
মামলার প্রধান আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আবুল ফজল চৌধুরী জানিয়েছেন, আদালত নতুন তারিখ হিসেবে বুধবার (২৬ নভেম্বর) দিন ধার্য করেছেন। তার মতে, সেদিনই মামলার রায় ঘোষণার সম্ভাবনাও রয়েছে।
এর আগে, সারাদেশে আলোড়ন তোলা এ হত্যা মামলার প্রধান আসামি বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভুঁইয়া গত ১০ আগস্ট হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান। পরবর্তীতে চেম্বার জজ তার জামিন স্থগিত করে ১০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিলেও তিনি আর আদালতে হাজির হননি।
মন্তব্য করুন