মো. আল আমিন, মধ্যনগর (সুনামগঞ্জ)::
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।২২ অক্টোবর বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জ্বল রায়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসাহিদ তালুকদার, মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক গোলাম জিলানী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক টিটু রঞ্জন তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল আমিন, বিজিবি প্রতিনিধি, এনএসআই কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ইসলামী দলগুলোর প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
সভায় মাদক, বাল্যবিবাহ, জুয়া এবং সামাজিক অনিয়ম প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, সকলের সম্মিলিত সচেতনতা ও সহযোগিতার মাধ্যমেই একটি সুন্দর সমাজব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
সভাপতির বক্তব্যে ইউএনও উজ্জ্বল রায় বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন সবসময় সচেষ্ট। তবে মাদক, বাল্যবিবাহ ও জুয়া প্রতিরোধে সকলের অংশগ্রহণ অপরিহার্য। সকলের সহযোগিতায় একটি সুন্দর ও সুশৃঙ্খল মধ্যনগর গড়ে তোলা সম্ভব।
মন্তব্য করুন