সিলেট নগরীর রিকাবিবাজার এলাকায় রিকশা গ্যারেজে জুয়া খেলতে গিয়ে ৪ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৪টার দিকে বশির মিয়ার রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন
১️⃣ বিয়ানীবাজারের উজানডাকি গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে ফারুক হোসেন (৫৯),
২️⃣ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও গ্রামের ফয়সল আহমদ (২১),
৩️⃣ কোতোয়ালী থানার চিটাগাঙ কলোনির ফকির মিয়া ওরফে সেলিমের ছেলে জিসান (১৯) এবং
৪️⃣ ঘাসিটুলা লামাপাড়ার মো. সাগর (২৮)।
তাদের হাতেনাতে জুয়া খেলতে দেখে পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের পর চারজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে, জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম।
মন্তব্য করুন