সুনামগঞ্জ-২ (দিরাই শাল্লা) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।
রবিবার (১৭ জানুয়ারি) রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় চূড়ান্ত মনোনয়নপত্র হাতে পান নাছির উদ্দিন চৌধুরী। এ খবরে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে এসেছে স্বস্তি।এর আগে এই আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নে নাছির উদ্দিন চৌধুরী ও তাহির রায়হান চৌধুরী পাবেলসহ দুজনকেই দল থেকে মনোনয়ন দেওয়া হয়। নির্বাচনী মাঠে দুজনই দলীয় প্রার্থী পরিচয়ে প্রচারণা চালান। ফলে স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং প্রার্থীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়।
এছাড়া বিভক্ত হয়ে পড়েন দুই গ্রুপের নেতাকর্মীরা। বিএনপির দলীয় প্রার্থী নিয়েও সাধারণ ভোটারদের মনে তৈরি হয়েছিল নানা সংশয়। অবশেষে সবকিছু বিবেচনা করে সুনামগঞ্জ-২ আসনে সাবেক এমপি নাছির চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হয়।এদিকে মনোনয়ন ঘোষণার খবরে নাছির উদ্দিন চৌধুরীর অনুসারী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের স্বস্তি ফিরেছে। উচ্ছ্বসিত নেতাকর্মীরা দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
নাছির উদ্দিন চৌধুরী বলেন, দিরাই শাল্লাবাসীর উন্নয়নে সবাইকে পাশে নিয়ে কাজ করা তার একমাত্র লক্ষ্য। দলের সব পর্যায়ের নেতাকর্মী মতপার্থক্য ভুলে ধানের শীষের পক্ষে কাজ করবে বলে আশা করি।
মন্তব্য করুন