মধ্যনগর(সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ-১(ধর্মপাশা,মধ্যনগর,জামালগঞ্জ ও তাহিরপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কামরুজ্জামান কামরুল।এ সংক্রান্ত একটি চিঠি সুনামগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
গতকাল শনিবার (১৭ জানুয়ারি) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত দলীয় প্যাডে এই চিঠি ইস্যু করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, গতবছরের ২৪ ডিসেম্বর এবং ৩০ ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে পাঠানো পত্রের ধারাবাহিকতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১৬(২) অনুচ্ছেদের বিধান অনুযায়ী সুনামগঞ্জ-১ সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে কামরুজ্জামান কামরুলকে মনোনয়ন দেওয়া হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার উদ্দেশে পাঠানো চিঠিতে আরও বলা হয়, জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য সুনামগঞ্জ-১ (আসন নম্বর ২২৪) আসনে কামরুজ্জামান কামরুল অনুকূলে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ বরাদ্দ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।