টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Aug 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতক-দোয়ারায় খেলাফত মজলিসের পথসভা ও শোডাউন অনুষ্ঠিত



নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ ::
খেলাফত মজলিস মনোনীত সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির দেশে ফিরেই নির্বাচনী এলাকায় ব্যাপক মোটরসাইকেল শোডাউন ও পথসভা করেছেন।
গত শুক্রবার (২৯ আগস্ট) সকালে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে স্বাগত জানান খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান, সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা ইমাম উদ্দিন, সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সুনামগঞ্জ জেলা সহসভাপতি মাওলানা ছদরুল আমীন, মাওলানা আকিক হোসাইন, সিলেট মহানগর সহসভাপতি অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ, সুনামগঞ্জ জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা নূরুল ইসলাম, আখতার হুসাইন আতিক, সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল হাফিজ মাওলানা শিব্বির আহমদ, সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ জাবেদ, সমাজকল্যাণ সম্পাদক মো. কামরুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা কামাল উদ্দিন, শ্রমিক মজলিস সিলেট জেলা সভাপতি সাংবাদিক এম এ রহীম, খেলাফত মজলিস ছাতক উপজেলা সহসভাপতি প্রিন্সিপাল হাফিজ মাওলানা আব্দুল হাই, সহ সাধারণ সম্পাদক মাওলানা কাওছার আহমদসহ নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময় শেষে হাফিজ মাওলানা আব্দুল কাদির মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে সুনামগঞ্জ-৫ আসনের উদ্দেশ্যে রওনা দেন। গোবিন্দগঞ্জে প্রবেশের সময় শত শত নেতাকর্মী ও স্থানীয় জনতা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। সেখান থেকে তিনি ছাতকের ঐতিহ্যবাহী জাউয়াবাজারে প্রথম পথসভায় যোগ দেন।
ছাতক উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসনাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কাদির। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুল হান্নান, জেলা সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক কামরুল ইসলাম।
পরবর্তীতে ধারনবাজারে খেলাফত মজলিস উত্তরখুরমা ইউনিয়ন শাখার পক্ষ থেকে ইমাম উদ্দিন আল মামুন, মাওলানা বায়েজিদ ও শাকিল আহমদের নেতৃত্বে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন মাওলানা আব্দুল কাদির।
এরপর পৌরশহর ছাতকে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন পৌর শাখার সভাপতি মাওলানা জহির আহমদ এবং পরিচালনা করেন সহ সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ সিদ্দিক আহমদ। এতে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কাদিরসহ সুনামগঞ্জ জেলা সহসভাপতি মাওলানা আতিক হোসাইন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, পৌর শাখার সহ সম্পাদক উমায়ুরুল ইসলাম লস্কর।
শেষ পথসভাটি দোয়ারাবাজারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মাওলানা মইনুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন। প্রধান অতিথির বক্তব্য দেন মাওলানা আব্দুল কাদির। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাওলানা আব্দুল হান্নান।
দিনব্যাপী পথসভা ও শোডাউনে আরও উপস্থিত ছিলেন—সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা ইমাম উদ্দিন, সহসভাপতি মাওলানা সদরুল আমীন, সহ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম, মাওলানা বুরহান উদ্দিন জসিম, মাওলানা আখতার হোসেন আতিক, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, নির্বাহী সদস্য মাওলানা কামাল উদ্দিন, ছাত্র মজলিস জেলা সভাপতি এনামুল হক আলী, যুব মজলিস জেলা সহসভাপতি মুফতি আব্দুর রব, সাংগঠনিক সম্পাদক হাফিজ তহুর আহমদ নোমান, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শোডাউনের বিভিন্ন স্পটে আরও বক্তব্য রাখেন—জেদ্দা মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুর রহমান, অফিস সম্পাদক মাওলানা আলী খান, জেলা সহ প্রচার সম্পাদক ও ছাতক পৌর সাধারণ সম্পাদক কে এম সোলাইমান আহমদ তালুকদার, দোয়ারাবাজার উপজেলা সভাপতি মাওলানা মঈনুল হক, নির্বাহী সদস্য হাফিজ মাওলানা আবু সাঈদ, ইসলামী যুব মজলিস জেলা সভাপতি কে এম মোশাহিদ আলী, ইসলামী ছাত্র মজলিস জেলা সভাপতি এনামুল হক আলী, সাবেক জেলা সভাপতি মাওলানা আব্দুর রহমান, সিলেট কোতোয়ালি পশ্চিম শাখার সহসভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, দোয়ারাবাজার উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা জিয়া উদ্দিন ও মাওলানা আজিজুর রহমান।
বক্তৃতার শুরুতে মাওলানা আব্দুল কাদির বলেন, “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ দেওয়ায় আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ছাতক-দোয়ারাবাসীর আন্তরিকতা আমাকে অনুপ্রাণিত করেছে।”
তিনি আরও বলেন, দক্ষ, সৎ ও খোদাভীরু জনপ্রতিনিধি ছাড়া বৈষম্যহীন সমাজ, মানসম্মত শিক্ষা-চিকিৎসা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিক স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য তিনি আসন্ন নির্বাচনে দেওয়াল ঘড়ি প্রতীকের পক্ষে সমর্থন ও ভোট চান।
দিনব্যাপী কর্মসূচি জনস্রোতে ভরে ওঠে ছাতক-দোয়ারার বিভিন্ন এলাকা। দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে অনুষ্ঠিত পথসভাগুলোতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে পল্লী উন্নয়ন বোর্ডের দক্ষতার উপর প্রশিক্ষন শুরু।

1

সাংবাদিকদের সুরক্ষায় ১৪ দফা দাবিতে ছাতকে কলম*বিরতি

2

বালু ও মাটির নিচে রাখা ৫ হাজার ঘনফুট পাথর জব্দ

3

ডাকাতির’ মামলায় রেজিনা কারামুক্ত

4

ছাতকে মাদ্রাসায় নারিকেল চারা রোপন

5

শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিলেন ট্রাইব্যুনাল

6

ছাতক- দোয়ারা বাজার খেলাফত মজলিসের ত্রয়োদশ সংসদ নির্বাচনে প

7

নুরের শারীরিক অবস্থা অবনতির আশঙ্কা, মেডিকেল বোর্ড গঠন করে সি

8

মধ্যপ্রাচ্যে বড় ‘জুয়া’ খেলছেন ট্রাম্প?

9

জিন্দাবাজারে ড্রেনের উপর ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করলো সিসিক

10

ছাতকে যুক্তরাজ্য প্রবাসীর জসীমউদ্দিনের অর্থায়নে শিক্ষার্থীদে

11

সরকার বাড়িয়ে দিলেও চামড়ায় এবারও কাঙ্ক্ষিত দাম মেলেনি

12

ছাতকে অটোরিকশা চুরির মামলা করায় অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা

13

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সন্ত্রাসী ধরতে সেনাবাহিনীর অভ

14

এ মাসে ‘জুলাই সনদ’ না হলে সরকার দায়ী "সালাহউদ্দিন

15

সারা দেশে বজ্রপাতে শিশুসহ মৃত ১০

16

তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ: সামাজিক

17

ছাতকে নীপা ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫হাজার টাকা

18

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান

19

মাদ্রাসার কক্ষে মিললো ছাত্রের ঝুলন্ত লা শ

20