কঠোর হুশিয়ারি সিলেটের জেলা প্রশাসক...সরোয়ার আলম
অভিযানকালে জেলা প্রশাসক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, একটি পাথরও যদি সরানো হয়, জীবন ঝালাপালা করে দেব। বাংলাদেশের সীমানার যেখানেই পাথর সরানোর চেষ্টা হবে, সেখান থেকে অপরাধীদের ধরে আনা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সারোয়ার আলম বলেন, সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে। কারা এই লুটের সাথে জড়িত, কেন ও কিভাবে এটি ঘটেছে, তা খতিয়ে দেখা হবে।
তিনি আরো বলেন, জনগণই আমাদের শক্তি। ইতোমধ্যেই জনগণ এই লুটের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। অপরাধের মাত্রা অনুযায়ী আমরা আইনী ব্যবস্থা গ্রহণ করবো। শাস্তির চেয়ে অপরাধ প্রতিরোধই উত্তম।
এ সময় সিলেট জেলা প্রশাসন ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন