টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Aug 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে চোরাকারবারী শাহিনের নেতৃত্বে পুলিশের উপর হামলা, দুই পুলিশ সদস্য আহত



ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে নিয়মিত মামলার আসামি ধরতে গেলে চোরাচালান গডফাদার হিসেবে পরিচিত শাহিনের নেতৃত্বে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত হয়েছেন। তবে পুলিশ ঘটনাস্থল থেকে অন্তত চার হামলাকারীকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার টেঙ্গারগাঁও গ্রামের বাসিন্দা আলতাফ আলীর ছেলে শাহিন ও তার ভাইয়েরা দীর্ঘদিন ধরে চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত। একসময় তারা আওয়ামী রাজনীতিতে সক্রিয় ছিলেন। কিন্তু রাজনৈতিক সুবিধা নেওয়ার পর গণঅভ্যুত্থানের পর নিজেদের আওয়ামী বিরোধী পরিচয় দিয়ে খোলস পাল্টে নেয়। এরই মধ্যে গত ১৮ জুলাই সেনাবাহিনী প্রায় ১৯ লাখ টাকার ভারতীয় চোরাচালান আটক করে। এ ঘটনার পর সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে শাহিন তাদের প্রাণনাশের হুমকি দেন। যদিও থানায় অভিযোগ করা হলেও সে সময় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
পুলিশ জানায়, শনিবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে নিয়মিত মামলার আসামি গ্রেফতারে তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রোমেন মিয়া সঙ্গীয় ফোর্সসহ টেঙ্গারগাঁও গ্রামে অভিযান চালান। এসময় আসামি ধরতে গেলে শাহিনের ভাই জয়নাল মিয়া পুলিশের কাজে বাধা দিয়ে ৪০-৫০ জন সহযোগীকে জড়ো করে পুলিশের উপর চড়াও হয় এবং হেনস্তা করে।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল আলম খান আরও একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এসময় শাহিনের নেতৃত্বে জয়নাল মিয়া (৩০), আক্তার মিয়া (২৭), মিলন মিয়া (২৫), মো. সাইমন মিয়া (২২), তাদের পিতা আলতাফ মিয়া (৬০), একই এলাকার নুরুল হকের ছেলে মোস্তাকিন, লাল মিয়ার ছেলে মান্নাসহ ৪০/৫০ জনের একটি দল অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে এসআই সাহাব উদ্দিন ও কনস্টেবল মোস্তাক আহমদকে।
আহতদের উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে গুরুতর আহত কনস্টেবল মোস্তাক আহমদকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এসআই সাহাব উদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
পরে রাত ২টার দিকে যৌথবাহিনী পৃথক অভিযান চালালেও মূল আসামিরা পালিয়ে যায়। তবে জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল আলম খান জানান, “নিয়মিত মামলার আসামি ধরতে গেলে পুলিশের উপর অতর্কিত হামলা চালানো হয়। চার হামলাকারীকে আটক করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে সিলেটসহ যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে

1

হোটেল গ্র্যাণ্ড মাফি’ থেকে ৬ তরুণ-তরুণী আ ট ক

2

ওসি ও এসআই আবু সাইদসহ দুই খলিফার দখলে সিলেটের গোলাপগঞ্জ মডেল

3

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

4

ছাতক পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

5

সেই গরু বিক্রেতাকে ওমরাহ করতে পাঠালেন অপু বিশ্বাস

6

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

7

জগন্নাথপুরে তামাক নিয়ন্ত্রণে প্রশাসনের প্রশিক্ষণ উদ্যোগ

8

জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান

9

সাম্য’র হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে সিলেটে

10

মধ্যপ্রাচ্যে সিলেট- ব্রাহ্মণবাড়িয়া ঘোষণা দিয়ে মারামারি চলে :

11

টাঙ্গুয়ার হাওরে মৎস্য সংরক্ষণে অভিযান: বিপুল পরিমাণ নিষিদ্ধ

12

সারা দেশে বজ্রপাতে শিশুসহ মৃত ১০

13

শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মরণে সিলেটে সাংবাদিক সমাবেশ

14

ছাতকে চরমহল্লা স্কুলের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

15

নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই : কাইয়ুম চৌধুরী

16

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে

17

যুক্তরাষ্ট্রে মৌলভীবাজারের দিদারুলের দাফন সম্পন্ন,

18

জাতীয় দৈনিক ডেসটিনি’র ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেল

19

ঈদের দিন বৃষ্টি হবে কিনা, যা জানাল আবহাওয়া অফিস

20