টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Aug 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

কর্তৃপক্ষের গাফিলতিতে লুট হচ্ছে হাদা টিলা



নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ ঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের হাদা টিলায় দীর্ঘদিন ধরে চলছে বালু, পাথর ও বনজ সম্পদের অবাধ লুটপাট। নানা সময়ে সংবাদ প্রকাশ ও প্রশাসনের অভিযানের পরও সরকারি বনভূমি ও টিলা রক্ষা করা যাচ্ছে না। প্রায় ৭৬০ একর বনভূমি ধ্বংসের মুখে, বিপর্যস্ত হচ্ছে পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য, আর সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব।
স্থানীয় সূত্র জানায়, প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ায় প্রতিদিন দেড় শতাধিক শ্রমিক দিয়ে টিলা কেটে উত্তোলন করা হচ্ছে ৫-৬ শতাধিক ঘনফুট পাথর। স্থানীয় বাজারে এসব পাথর ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি হয়। শুধু তাই নয়, টিলা কাটার সময় বনায়ন প্রকল্পের অন্তর্ভুক্ত বনজ ও ফলজ গাছপালাও নির্বিচারে কেটে ফেলা হচ্ছে।
অভিযোগ রয়েছে, বনবিভাগের বিট কর্মকর্তা ও বনরক্ষীরা বিষয়টি জানলেও কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না। মাঝে মধ্যে প্রশাসনের অভিযানে শ্রমিকরা ধরা পড়লেও মূল হোতারা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। গত ২২ আগস্ট গভীর রাতে উপজেলা প্রশাসনের অভিযানে হাদা-পান্ডব এলাকায় ড্রেজার ও বালু নৌকা জব্দ করা হলেও কয়েক দিনের মাথায় আবারও টিলা কাটার কাজ শুরু হয়।
২০০৬-০৭ অর্থবছরে হাদা টিলার ১৭৫ একর ভূমিতে বন বিভাগের সামাজিক বনায়ন প্রকল্প চালু করা হয়েছিল। উদ্দেশ্য ছিল পরিবেশ রক্ষা, মাটি ক্ষয় রোধ এবং স্থানীয়দের কর্মসংস্থান নিশ্চিত করা। কিন্তু অবৈধ পাথর উত্তোলনে প্রকল্পটি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। ইতোমধ্যে অনেক টিলা সমতল হয়ে গেছে।
পরিবেশবিদরা আশঙ্কা করছেন, এভাবে টিলা ধ্বংস চলতে থাকলে ভয়াবহ পরিবেশ বিপর্যয় দেখা দেবে। টিলা-নির্ভর ইকোসিস্টেম ভেঙে পড়বে, বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হবে, কৃষিজমি উর্বরতা হারাবে। এক গবেষকের ভাষায়, “যদি এখনই কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, অচিরেই এ অঞ্চল মরুভূমিতে পরিণত হবে।”
স্থানীয় কৃষকরাও একই অভিযোগ করছেন। কৃষক আব্দুল কুদ্দুস বলেন, “আমাদের ফসলি জমি বালুমাটিতে ঢেকে যাচ্ছে। রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ যারা কোটি কোটি টাকার সম্পদ লুট করছে, তাদের ধরা হচ্ছে না।”
বন বিভাগের কর্মকর্তা আয়ূব আলী অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, “সিন্ডিকেট এতটাই শক্তিশালী যে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীও টেকসই ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে।”
অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, “হাদা টিলায় যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চলছে, তা শুধু একটি বনায়ন প্রকল্পের ক্ষতি নয়—এটি গোটা অঞ্চলের পরিবেশ, কৃষি ও অর্থনীতির জন্য হুমকি। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মকে ভয়াবহ মূল্য দিতে হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে টিকটক ভিডিও তৈরি নিয়ে বাগবিতণ্ডা, যুবক নিহত

1

ছাতকে পল্লী উন্নয়ন বোর্ডের দক্ষতার উপর প্রশিক্ষন শুরু।

2

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

3

সিলেটে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

4

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

5

সহপাঠীর সঙ্গে বেড়াতে গিয়ে জকিগঞ্জে স্কুলছাত্রী গণধর্ষণের শিক

6

সুনামগঞ্জে গ্লোবাল টিভির ৩য় বর্ষপূতি পালিত

7

সরকারি উদ্যোগে সিলেটে গণঅভ্যুত্থানে শহিদ ১৪ জনের নামে বৃক্ষর

8

ইসরাইলি হামলায় নিহত আরও ৯৩ ফিলিস্তিনি

9

জগন্নাথপুরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচ

10

সিলেটে প্রতিবন্ধী তরুণীকে দলবেধে ধ র্ষ ন, তিন যুবক গ্রে ফ তা

11

সাদাপাথর লুট নয়, হরিলুট হয়েছে- সিলেটে জনপ্রশাসন মন্ত্রণালয়ে

12

পবিত্র হজের খুতবা দিলেন ড. সালেহ আল হুমাইদ

13

আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক-৬

14

মাছিমপুরে গাড়ী পার্কিং নিয়ে স্বেচ্ছাসেবক দল-এলাকাবাসী সংঘর্ষ

15

তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ: সামাজিক

16

অনলাইন জুয়ার দেনা থেকেই হৃদয় হত্যা: বন্ধুদের বিরোধে জীবন গেল

17

আ.লীগ আমলের সব নির্বাচনকে অবৈধ ঘোষণার দাবি এনসিপির

18

জুড়ীতে হাকালুকি হাওর সংরক্ষণে গণশুনানি

19

সাংবাদিক আব্দুল মুক্তাদীরের ইফতার মাহফিল সম্পন্ন

20