নিজস্ব প্রতিবেদক:
হযরত শাহজালাল (র.) মাজার প্রাঙ্গণ থেকে দেড় মাস আগে চুরি যাওয়া দেড় বছরের শিশু সিনহা আক্তার তাবাসসুম উদ্ধারের আশায় নতুন করে আলো দেখছেন তার মা রেহানা বেগম (২৮)।
গত ২৮ অক্টোবর বিকাল সোয়া ৫টায় ইবাদত শেষে মাজারের মহিলা ইবাদতখানার সামনে শিশুটিকে অন্য বাচ্চাদের সঙ্গে খেলতে নামালে এক যুবক তাকে কোলে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি জিডি করেন রেহানা।
সোমবার (১৫ ডিসেম্বর) মাজার প্রাঙ্গণে ওই যুবককে চিনে ফেললে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়। আটক যুবক মো. আলী (২৭) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা।
পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, শিশুটি তার স্ত্রী জেছমিনের কাছে রয়েছে। তারা নিঃসন্তান হওয়ায় শিশুটিকে লালন-পালনের উদ্দেশ্যে নিয়ে গিয়েছিলেন বলে জানান তিনি।
কোতোয়ালী থানার ওসি (ভারপ্রাপ্ত) মাঈনুল জাকির বলেন, অভিযুক্ত পুলিশ হেফাজতে রয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।
মন্তব্য করুন