সিলেটের কোতোয়ালী থানাধীন ভাতালিয়া থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম টিটু সাহা (৪৫)। তিনি পেশাদার মাদক ব্যবসায়ী- দাবি পুলিশের।
রবিবার (১৪ ডিসেম্বর, শনিবার দিবাগত) রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাতালিয়ার ৭৪, শেখ ফরিদ লজ দ্বিতীয় তলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
টিটু চাঁদপুর সদর থানার কোরালিয়া গ্রামের মৃত রনজিৎ সাহা ও মায়া রানী সাহার ছেলে।
গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ২৯১ বোতল হুইস্কি ও ভদকা জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
মন্তব্য করুন