মোঃ মীরজাহান মিজান, বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর:
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার পুলিশ "অপারেশন ডেভিল হান্ট ফেইস টু" অভিযানে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জগন্নাথপুর উপজেলা শাখার সক্রিয় সদস্য মোঃ কামিল আহমদ (২০), নাম-ধাম কামিল হোসেনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ আল আমিন ও অন্যান্য পুলিশ সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। অভিযানে গ্রেফতারকৃত কামিল আহমদ কলকলিয়া ইউনিয়নের সাদিপুর (আনরপুর) গ্রামের আলী মিয়া ওরফে আবদুল আলীর ছেলে।
গ্রেফতারকৃত ব্যক্তি সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৯(৩)/১০/১১/১২/১৩ ধারায় জগন্নাথপুর থানায় দায়ের হওয়া একটি মামলায় এজাহারনামীয় আসামী ছিলেন। গ্রেফতার হওয়ার পর, ১৪ ডিসেম্বর রোববার তাকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, থানা পুলিশ জানায়, অভিযানটি অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন