স্টাফ রিপোর্টার :
সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিককে গ্রেফতার করেছে সেনাবাহিনীর একটি দল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে নগরীর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরে বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর অভিযানে অংশ নেওয়া দলটি তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি) সাইফুল ইসলাম জানান, সেনাবাহিনীর একটি দল বিএনপি নেতা আনোয়ার হোসেন মানিককে গ্রেফতার করে কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন