স্টাফ রিপোর্টার::
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃত ব্যক্তি হলেন কাভার্ড ভ্যান চালক মো. জাকারিয়া আহমেদ (২৮)। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরের কামাল হোসেন পাকির ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে শাহপরান (রহ.) থানার মুরাদপুর এলাকায় সুরমা বিরিয়ানী হাউজ এন্ড স্ন্যাকবারের সামনে অভিযান চালানো হয়। এসময় একটি কাভার্ড ভ্যান থেকে ৬৭টি বস্তায় রাখা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ২ হাজার ১০ কেজি জিরা পাওয়া যায়। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৮ হাজার টাকা।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত জিরাসহ কাভার্ড ভ্যান চালক জাকারিয়া আহমেদকে আটক করে থানায় নেওয়া হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন