জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য আগামীকাল শনিবার সিলেট নগরীর কয়েকটি এলাকায় সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
গতকাল বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত।
এসব এলাকার মধ্যে রয়েছে ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের ১১ কেভি ক্বীন ব্রিজ, সার্কিট হাউজ এবং ১১ কেভি কলাপাড়া ফিডারের আওতাধীন বিএডিসি অফিস, ইত্যাদি পয়েন্ট, শেখঘাট, শুভেচ্ছা আ/এ, সূর্যের হাসি ক্লিনিক, জিতু মিয়ার পয়েন্ট, পার্ক ভিউ হসপিটাল, হীল টাউন হোটেল, তেলি হাওড়, গরু বাজার, তালতলা পয়েন্ট, বাংলাদেশ ব্যাংক, কোর্ট পয়েন্ট, সুরমা মার্কেট, রামের দিঘীরপাড়, নির্ভানা ইন হোটেল, মির্জাজাঙ্গাল পয়েন্ট কাজীর বাজার, তোপখানা, কোতয়ালী থানা, আলী আমজাদ ঘড়ি, সার্কিট হাউজ, ডিসি অফিস, পুলিশ সুপার অফিস, পোষ্ট অফিস। ডহর আ/এ, কলাপাড়া মসজিদ, কুষ্ট হসপিটাল, সাউদার্ন সিএনজি, শেখঘাট মসজিদ, কাজীর বাজার ও আশপাশের এলাকা।
মন্তব্য করুন