সিলেটে বালু ও মাটির নিচে চাপা দিয়ে রাখা পাথর উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়েছে। আজ শুক্রবার (১৫ আগস্ট) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাটের পর সেগুলো ভোলাগঞ্জ ও ধোপাগুল এলাকায় ক্রাশার মেশিনে ভাঙ্গার জন্য স্তুপ করে রাখা হয়। পরে যখন অভিযান শুরু হয়, তখন সেগুলো ওই ব্যবসায়ীরা বালু ও মাটি দিয়ে ঢেকে ফেলেন। ভোলাগঞ্জ ও আশপাশ এলাকায় সিলেটের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা, জেলা ব্র্যান্ডিং ও পর্যটন সেল) মাহমুদ আশিক কবিরের নেতৃত্বে টাস্কফোর্সের এই অভিযান পরিচালিত হয়। সেখানে ৮ ট্রাক পাথর ও ৫ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। এরমধ্যে ৮ টি ট্রাক ভোলাগঞ্জের দশ নম্বর এলাকায় পাঠানো হয়েছে পুনঃস্থাপন করার জন্য। আর পর্যায়ক্রমে বাকি ৫ হাজার ঘনফুট পাথরও পুনঃস্থাপন করা হবে।
মাহমুদ আশিক কবির জানান, লুট করা পাথর উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত আছে। সেটা চলমান রাখতে আজকে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে অভিযান পরিচালনা করা হয়। সেখানে বিভিন্ন ক্রাশার মিলগুলোতে বালু ও মাটি দিয়ে ঢেকে রাখা পাথর উদ্ধার করা হয়েছে।
মন্তব্য করুন