স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জামলাবাদ গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবদল নেতা নজরুল ইসলাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামী মো. তাজ উদ্দিনকে (৩৮) রাজধানী ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বুধবার র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত মঙ্গলবার দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী এলাকায় অভিযান চালায় র্যাব-৯ (সিলেট) ও র্যাব-১০ (ঢাকা) এর একটি অভিযানিক দল। অভিযান চালিয়ে ধলেশ্বরী টোল প্লাজার সামনে থেকে শান্তিগঞ্জ থানার মামলা নং-১২/৯৫ (২১/০৬/২০২৫), ধারা- ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ এর আসামী তাজ উদ্দিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার জামলাবাদ এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে শান্তিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন