স্টাফ রিপোর্টার:: বার্ষিক ফলাফলে তাক লাগানো পারফরম্যান্স দেখিয়েছে শিক্ষার্থী জাকিয়া। মেধা, পরিশ্রম আর নিয়মিত উপস্থিতির সুবাদে সে এবারের পরীক্ষায় স্কলার্সহোম টিলাগর শাখা থেকে কেজি টু থেকে একটি বিষয় বাদে সব বিষয়ে সর্বোচ্চ গ্রেড A+ অর্জন করে স্ট্যান্ডার্ড ওয়ানে উত্তীর্ণ হয়েছে। জাকিয়া চৌধুরীর পিতা- সিলেট সাংবাদিক ইউনিয়ন(এসইউজে) এর সাংগঠনিক সম্পাদক' টুডেসিলেটের নির্বাহী সম্পাদক শাহান আহমদ চৌধুরী।
ফলাফলে দেখা যায়—
বাংলা: ৯৭ (A+)
গণিত: ৯২ (A+)
সায়েন্স: ৫০ (A+)
ড্রয়িং: ৪৬ (A+)
ইংরেজি: ৮৩ (A)শিক্ষকের মন্তব্য অনুযায়ী—
“জাকিয়া স্মার্ট, ভদ্র ও মনোযোগী ছাত্রী। এই টার্মে সে অসাধারণ করেছে। ভবিষ্যতের জন্য শুভকামনা।”
পড়ালেখার পাশাপাশি জাকিয়ার আচরণ, সময়ানুবর্তিতা, যোগাযোগ দক্ষতা ও পরিচ্ছন্নতা ছিল প্রশংসনীয়।
মন্তব্য করুন