টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

মধ্যনগরে বিএনপি অফিসে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ, এলাকায় উত্তেজনা



মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের টুকেরবাজারে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর, দোকান লুটপাট ও সাধারণ কর্মীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
গত ২৮ অক্টোবর (মঙ্গলবার) রাতে গোড়াডোরা বিলের ইজারা নিয়ে বিরোধের জেরে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদারের অনুসারীরা টুকেরবাজার বিএনপি অফিসে অবস্থানরত কর্মীদের ওপর হামলা চালায়। হামলায় রাজিব হোসেন (পিতা মোতালিব), কাসেম (পিতা বানু হোসেন) ও ইদ্রিস মিয়া (পিতা মৃত আবু চান) আহত হন। এছাড়া হামলাকারীরা রাজিব হোসেনের দোকান ও জাহাঙ্গীরের মাছের আড়ৎ ভাঙচুর করে।
হামলাকারীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছবি ভাঙচুর ও ছিঁড়ে ফেলার অভিযোগও ওঠে।
এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বিএনপি কর্মীরা বুধবার দুপুরে মধ্যনগর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে ওয়ার্ড বিএনপির সভাপতি এমদাদ হোসেন অভিযোগ করেন,
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি রতনের আত্মীয়। তাহিরপুর উপজেলা যুবলীগের নেতা লিটনের সহযোগিতায় তিনি গোড়াডোরা বিল নিজের দখলে নিতে চাচ্ছেন এবং বারবার সাধারণ মানুষের ওপর হামলা-মামলা করছেন।”
বিক্ষোভে বক্তারা আরও বলেন,
মোশাহিদ তালুকদার বিএনপির ভেতরে বিভাজন সৃষ্টি করতে আওয়ামী লীগপন্থীদের দিয়ে আমাদের অফিসে হামলা করিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার ছবি ভাঙচুর করা হয়েছে। আমরা তার বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”


বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, তাহিরপুর উপজেলা যুবলীগ নেতা লিটনের গোড়াডোরা বিল ইজারাকে কেন্দ্র করে মোশাহিদ তালুকদারের ভাই জিলানী তালুকদার গত ১৭ অক্টোবর ১৪ জনের নাম উল্লেখ ও ৭ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
বক্তারা প্রশাসনের কাছে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মধ্যনগর সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস মিয়া, বিএনপি নেতা পরেশ সরকার, জাহাঙ্গীর মিয়া ও মজিদ মিয়া প্রমুখ।
বিক্ষোভে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমানবাহিনীকে কাজে লাগান

1

সিলেটে অনলাইনে জুয়া খেলার সময় ৫ জন আটক

2

শাহবাগে খালেদা জিয়ার অপেক্ষায় সারা বাংলাদেশ’

3

চৌকিদেখী থেকে ২ ছিনতাইকারী গ্রেফতার

4

কমল জ্বালানি তেলের দাম

5

লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের দ্বিবার্ষিক

6

সুনামগঞ্জ সীমান্তে যৌথ অভিযানে ভারতীয় কাপড় জব্দ

7

দশ সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষ কর

8

গোয়াইনঘাটে বজ্রপাতে স্কুলছাত্র নিহত

9

সুনামগঞ্জ-৫: বিএনপির মনোনয়ন দৌড়ে ত্যাগী বনাম তরুণ নেতৃত্ব,

10

সাদা পাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথ বাহিনী দায়িত্ব পালন করবে,

11

নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন খালেদা জিয়া ও তারেক

12

উত্তাল নেপালে হোটেলে অবরুদ্ধ বাংলাদেশ দল, অনুশীলন স্থগিত

13

নানীর বাড়ী’ থেকে জুয়া খেলা অবস্থায় আটক- ১০

14

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

15

তদন্তে সেনা সদস্যদের বিরুদ্ধে গুমে জড়িত থাকার প্রমাণ পেলে ব্

16

ছাতকের খাদ্যগুদামে দুর্নীতির অভিযোগে আলোচিত এলএসডি সুলতানা প

17

সিলেটে ‘তারুণ্যের উৎসব’: জলাধার উদ্ধার ও পরিচ্ছন্নতার অভিযান

18

২০২৬ এর ডিসেম্বরের আগে নির্বাচন না দেওয়ার দাবী সিলটি পাঞ্চায়

19

হবিগঞ্জে ‘চাঁদার’ টাকাসহ ছাত্রদলের সদস্য সচিব আটক

20