নিজস্ব প্রতিবেদক: কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সোমবার (২৭ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় সাদা পাথর রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মো: নিজাম উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এ এইচ শাহীন।
অভিষেক অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, ব্যাংকার, শিক্ষক এবং গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশার অতিথিরা উপস্থিত ছিলেন। অতিথিরা সংগঠনের ঐক্য, পেশাগত সৌহার্দ্য এবং দায়িত্ববোধের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। তারা সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের সঠিক চিত্র তুলে ধরার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট সাংবাদিক ইউনিয়ন (এসইউজে)-এর সভাপতি কামরুল হাসান জুলহাস, সাধারণ সম্পাদক সৈয়দ আকরাম আল সাহান, সাপ্তাহিক হলি সিলেট এর নির্বাহী সম্পাদক জহুরুল ইসলাম, সম্পাদক ও প্রকাশক রাশেদুল ইসলাম, কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা হাজী আবুল বাশার, শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ অন্যান্য বিশিষ্ট অতিথি।
অনুষ্ঠানের শেষে কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ১০ জন মাদরাসা ছাত্রকে ১০টি কুরআন শরীফ প্রদান করে। সংগঠনটি আগামীতে উপজেলার সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও অধিকার রক্ষায় কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন