চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করে সিলেটে মানববন্ধন করেছেন ভক্তরা।
সোমবার বিকেলে নগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, দীর্ঘ ২৯ বছরেও সালমান শাহ হত্যার ন্যায়বিচার হয়নি। আসামিপক্ষ বারবার তদন্ত সংস্থাকে ব্যবহার করে ফরমায়েশি প্রতিবেদন তৈরি করিয়েছে, যা মামলার প্রকৃত রহস্য উদঘাটনে বাধা সৃষ্টি করেছে।
তারা আরও বলেন, সালমান শাহ শুধু একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন একটি প্রজন্মের প্রেরণা। তাঁর অকাল মৃত্যু দেশের বিনোদন জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘সালমান শাহ হত্যা মামলার দ্রুত বিচার চাই’, ‘আসামিদের গ্রেফতার করুন’—এমন প্ল্যাকার্ড হাতে নিয়ে সরকারের প্রতি দ্রুত ও সুষ্ঠু বিচার প্রক্রিয়া নিশ্চিতের আহ্বান জানান।
মন্তব্য করুন