সুনামগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জের ছাতক পৌর শহরে অবস্থিত শতবর্ষী ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের পুকুরটি বর্তমানে ময়লা-আবর্জনায় দূষিত হয়ে পরিবেশের জন্য হুমকিস্বরূপ হয়ে উঠেছে। সারা বছর পানি থাকলেও দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে পুকুরটি এখন মর্জাপুকুরে পরিণত হয়েছে। আগাছায় ভরা পুকুরে বিষধর সাপের আনাগোনাও দেখা যাচ্ছে, যা আশপাশের মানুষের জন্য বিপজ্জনক।
এদিকে শহরের পানির স্তর নিচে নেমে যাওয়ায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে স্থানীয় ব্যবসায়ী আব্দুল মুকিতসহ কয়েকজন ব্যবসায়ী পুকুরটি পরিষ্কার ও দৃষ্টিনন্দনভাবে গড়ে তোলার দাবিতে পৌর প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন।
স্থানীয়দের অভিযোগ, ৫৩ শতক জমির এই পুকুরের একটি অংশ ইতিমধ্যেই বেদখল হয়ে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো পুকুরই দখলের শিকার হতে পারে। এছাড়া শহরে অগ্নিকাণ্ডের সময় দমকল বাহিনীর পানির উৎস হিসেবে পুকুরটির গুরুত্ব অপরিসীম।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানিয়েছেন, রক্ষণাবেক্ষণের জন্য বিদ্যালয়ের তহবিল না থাকায় তারা উদ্যোগ নিতে পারছেন না, তবে পৌর কর্তৃপক্ষ চাইলে সহযোগিতা করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, স্কুল কর্তৃপক্ষ লিখিতভাবে অনুরোধ করলে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
মন্তব্য করুন