অজিত কুমার দাশ,ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধি ::
সুনামগঞ্জের ছাতক পৌর শহরের ব্যস্ততম সড়কগুলো—ট্রাফিক পয়েন্ট থেকে হাইস্কুল রোড, বালিকা বিদ্যালয় রোড ও পশ্চিম বাজার রোড—প্রতিদিনই চরম যানজটে ভোগে। এর মূল কারণ ফুটপাতজুড়ে হকারদের অবৈধ দখল ও রাস্তায় দোকান বসানো।
ছাতক কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সড়ক ও জনপদের প্রায় ৪০ ফুট প্রশস্ত রাস্তার মধ্যে ৩০ ফুট জায়গা দখল করে বসানো হয়েছে কাচামাল ও ফলের দোকান। এমনকি বাঁশ ও চাটাই দিয়ে স্থায়ী দোকানও গড়ে তোলা হয়েছে। এতে পথচারী ও যানবাহনের চলাচলে মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, লাখ টাকা অগ্রিম দিয়ে এবং মাসিক ২০ হাজার টাকা ভাড়ায় বৈধভাবে ব্যবসা করেও তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অথচ ফুটপাত দখল করে হকাররা কয়েক লাখ টাকা আয় করছেন। দোকানের ভাড়া যেখানে ৫ হাজার, সেখানে ফুটপাতের অবৈধ ভাড়া ১৫ হাজার পর্যন্ত উঠেছে বলে জানা গেছে।
ফুটপাত দখলের ফলে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধসহ সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি বাড়ছে। মসজিদের সামনে বসানো দোকানে মুসল্লিদের প্রবেশেও বাধা সৃষ্টি হচ্ছে।
ছাতক বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাইদুল আলম মধু বলেন, “ফুটপাত দখল করে ক্ষুদ্র ব্যবসায়ীরা বসায় বৈধ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বাজারের শৃঙ্খলা ফেরাতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
মন্তব্য করুন