রাজ্জাক মিয়া, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি::
মাওলানা শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে শাহ সৈয়দ রাশিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক, পাল্লাকান্দি লংলা উচ্চ বিদ্যালয়,
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম মুক্তাদির হোসন,প্রধান উপদেষ্টা, মাওলানা শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিলীপ রাম মালাকার,প্রধান শিক্ষক,শাহ সৈয়দ রাশিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সাংবাদিক রফিকুল ইসলাম মামুন, সামছ উদ্দিন বাবু, রুহুল আমিন রাজ্জাক, নাইমুল ইসলাম এবং সহকারী শিক্ষক সৈয়দা মজিরুন বেগম, মাহবুব হোসেন মাসুম,আব্দুল মতিন,সহকারী শিক্ষক, লংলা রাশেদিয়া শমশেরিয়া হাফিয়া মাদ্রাসা,পলি রানী শর্মা ও রুমা রানী দত্ত প্রমুখ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন।শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা
নতুন স্কুল ড্রেস হাতে পেয়ে শিক্ষার্থীদের চোখেমুখে ছিল প্রচুর আনন্দ ও উচ্ছ্বাস। তারা নতুন পোশাকে সেজে নিজেদের মধ্যে উচ্ছ্বাস প্রকাশ করে। শিক্ষার্থীরা এই সুন্দর আয়োজনের জন্য সৈয়দ জুবায়ের আলীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তাঁর জন্য দোয়া করে।
এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করবে এবং বিদ্যালয়ে আসতে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন