অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি ::
শ্রীমঙ্গলে অনুমোদনহীন ভাবে চা-পাতা ব্যবসা পরিচালনা, বিভিন্ন ব্রান্ডের নামে প্যাকেটজাত করা এবং অবৈধভাবে চা-পাতা গোদামজাত করার অপরাধে একটি প্রতিষ্টানকে ৫০ হাজার টাকার অর্থদন্ড প্রদান এবং ৪০ বস্তা চা-পাতা জব্দ করেছে চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত চায়ের বাজার মূল্য প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা বলে জানা গেছে।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোড, স্টেশন রোড ও সোনারবাংলা রোডের কয়েকটি চা-পাতা বিক্রয় প্রতিষ্টানে এ অভিযান পরিচালনা করেন চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত।
এসময় অবৈধ ভাবে চা-পাতা মজুদ, বিএসটিআই অনুমোদনহীন বিভিন্ন ব্রান্ডের নামে প্যাকেটজাত এবং অনুমোদনহীন ব্যবসা পরিচালনা করার অপরাধে মৌলভীবাজার রোডের টুম্পা টেলিকম এন্ড টি হাউজ নামের একটি প্রতিষ্টানের মালিক চিনু ভূষণ দাশকে ৫০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেন চা বোর্ড-চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপ-সচিব মোছাম্মৎ সাবিনা ইয়াসমিন। এছাড়াও ওই প্রতিষ্টানের গোদামে অবৈধ ভাবে মজুদ করে রাখা ৪০ বস্তা চা-পাতা জব্দ করা হয়। যার অনুমানিক বাজার মূল্য ৮লক্ষ ২২ হাজার টাকা।
চায়ের গুনগত মান বজায় রাখা ও অবৈধ চা-পাতা ব্যবসা প্রতিরোধে চা বোর্ডের এ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন