হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাসুদ খানকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাকে জগদীশপুর বাজার থেকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
পুলিশ জানায়, মাধবপুর সেনাবাহিনীর একটি টিম বৃহস্পতিবার রাত ৮টার দিকে জগদীশপুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে থানায় সোপর্দ করা হয়।
আজ শুক্রবার বিকেলে মাসুদ খানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
গ্রেফতারকৃত মাসুদ খানের বিরুদ্ধে বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন যাবত তিনি পুলিশের চোখ ফাকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন।
মন্তব্য করুন